ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেতা নীরজ ভোরা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা, পরিচালক, ও চিত্রনাট্যকার নীরজ ভোরা। বৃহস্পতিবার মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। গত এক বছর ধরে কোমায় থাকার পর মারা গেলেন নীরজ ভোরা।

জানা গেছে, বুধবার রাত থেকেই নীরজ ভোরার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর ভোরের দিকে তার মৃত্যু হয়।

২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হন বলিউডের এই জনপ্রিয় পরিচালক। এরপরই কোমায় চলে যান তিনি। প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, বুধবার রাত থেকে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অক্ষয় কুমার, সুনিল শেঠি, পরেশ রাওয়ালসহ অনেকে।

জানা গেছে, কয়েক বছর আগে মারা গেছেন নীরাজের স্ত্রী। তাদের কোনো সন্তান নেই। পরিবারে কেউ না থাকায় ইন্ডাস্ট্রির কাছের বন্ধু প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার বাড়িই ছিল তার ঠিকানা।

উল্লেখ্য, ‘কোম্পানি’, ‘মন’, ‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘পুকার’র মতো অসংখ্য সিনেমাতে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছিলেন নীরাজ ভোরা। শুধু তাই নয়, ‘হেরা ফেরি’, ‘রঙ্গিলা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র চিত্রনাট্য এবং ‘ফির হেরা ফেরি’র মতো সুপার হিট সিনেমার পরিচালনাও করেছেন তিনি।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি