ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখ পুত্রের নাচের ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ১৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:০৫, ১৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড বাদশাহ শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম। সম্প্রতি আব্রাম বাবার একটি সিনেমার গানে নেচেছে। আর তার এই নাচের ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বছরের বিদায়ী লগ্নে আব্রামের স্কুলের একটি বাৎসরিক অনুষ্ঠানে একদল ছেলেমেয়ে রঙিন সাজে মেতে উঠেছিল নাচে গানে। একাধিক পারফরম্যান্স ছিল অনুষ্ঠানে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো- অনুষ্ঠানে শাহরুখের গানেই পারফর্ম করতে দেখা যায় আব্রামকে।

‘স্বদেশ’ সিনেমার ‘এ তারা ও তারা’ শিরোনামের গান ছিল সেটি। ছেলের পারফরম্যান্স দেখতে দর্শকের আসনে বসেছিলেন শাহরুখ খানও। শুধু তিনি একা নন সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, পুত্র আরিয়ান ও কন্যা সুহানা।

স্কুলটিতে ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির কন্যা আরাধ্যও পড়ে। তাই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিষেক ও ঐশ্বরিয়াও। এ ছাড়া প্রাক্তন স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন ঋত্বিক রোশানও।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি