ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘টয়লেটে’ মুগ্ধ বিল গেটস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৩৩, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের স্যানিটেশন ব্যবস্থার বেহাল দশা নিয়ে সিনেমা বানিয়ে হইচই ফেলে দিয়েছেন শ্রী নারায়ণ সিং। সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন ভূমি। যা ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিতও হয়েছে। শুধু ভারতবাসী নয়, সিনেমাটি মুগ্ধ করেছে বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটসকেও। এ সিনেমাটিকে ২০১৭ সালের অন্যতম সেরা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

টুইটারে তিনি লিখেছেন, ২০১৭ সাল যে খুব কঠিন বছর ছিল তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু অনেক ইতিবাচক ঘটনাও ঘটেছে।

এরপর টুইটারে তিনি বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। যেখানে ‘টয়লেট : এ লাভ স্টোরি’র কথাও উল্লেখ করেছেন। সিনেমাটি নিয়ে তিনি লিখেছেন, নব দম্পত্তির কাহিনী নিয়ে নির্মিত রোমান্টিক ঘরাণার এ বলিউড সিনেমা ভারতের স্যানিটেশন চ্যালেঞ্জ নিয়ে দর্শকদের সচেতন করেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি