ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন জার্নিতে বিরুষ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিয়ে, হানিমুন, রিসেপশন শেষ। ঠিকই ধরেছেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মার কথাই বলা হচ্ছে। এবার নতুন জার্নি শুরু করলেন বিরুষ্কা।

বুধবার রাতে মুম্বই ছেড়েছেন নতুন এ দম্পতি। গন্তব্য দক্ষিণ আফ্রিকা। আগামী ৫ জানুয়ারি থেকে সেখানেই শুরু হচ্ছে ‘ফুল’ সিরিজ। পর পর টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল।

তবে খেলার আগে নতুন বছরের জন্য সেলিব্রেশনের প্ল্যান করেছেন বিরুষ্কা। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকাতেই নিউ ইয়ার পার্টি করবেন তাঁরা।

বলিউড সূত্রে খবর, জানুয়ারির প্রথম সপ্তাহের শেষেই ভারতে ফিরে আসবেন আনুশকা। আনন্দ এল রাইয়ের একটি সিনেমার শুটিংয়ের জন্য আগে থেকেই সময় দিয়ে রেখেছেন তিনি। ২০১৮-এর ফেব্রুয়ারি থেকে বরুণ ধবানের সঙ্গে ‘সুই ধাগা: মেড ইন ইন্ডিয়া’ নামের নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন অনুষ্কা। অন্য দিকে প্রায় দেড় মাসের টাইট শিডিউলের পর দেশে ফিরবেন বিরাট।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি