ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেটিং এ ছোট্ট আব্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বয়স মাত্র চার। কিন্তু এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে থাকে শাহরুখ এবং গৌরী খানের ছোট ছেলে। এবার তার সঙ্গে অন্য এক স্টার কিডের ছবি ওয়েব দুনিয়ায় ভাইরাল হয়েছে।

ঠিকই দেখেছেন। ‘ডেট’-ই বটে। আব্রামের ডেট। তবে শাহরুখের ছেলের এটি হচ্ছে প্লে-ডেট।

আব্রামের সঙ্গে ওই স্টারকিড হল গায়িকা তথা অভিনেত্রী রাজেশ্বরীর মেয়ে সামায়া। এই দুই স্টারকিডের খেলার ছবি এখন ভাইরাল।

লন্ডনবাসী রাজেশ্বরী সম্প্রতি মেয়েকে নিয়ে মুম্বাইতে বাবা-মায়ের কাছে এসেছেন। তিনি গৌরীর দীর্ঘদিনের বন্ধু। নিমন্ত্রণ রক্ষা করতে মন্নতে গিয়েছিলেন। সেখানেই এই দুই খুদের ‘প্লে-ডেট’-এর ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, খেলার পাশাপাশি এক সঙ্গে নেচেছে সামায়া এবং আব্রাম। অপরদিকে ফিরে যাওয়ার সময় সামায়ার নাকি বেশ মনখারাপ হয়।

রাজেশ্বরী সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আব্রামের মাত্র চার বছর বয়স। কিন্তু ওর কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। ভাষার ওপর খুব সুন্দর দখল তৈরি হয়েছে। আর এর কৃতিত্ব আমি গৌরীকেই দিতে চাই।’

সূত্র : বম্বে টাইমস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি