ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়ের ছবি তোলায় ক্ষেপেছেন মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৫৬, ৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সোশ্যাল মিডিয়ায় সরব হলেন শাহিদ পত্নী মীরা কাপুর। পাপারাজ্জির উপর ক্ষোভ উগরে দিলেন তিনি। বললেন, ‘অযথা ছবি তুলবেন না। নিজেদের মত করে খেলতে দিন ছোটদের। এত ছবি তুলবেন না।’

সম্প্রতি শাহিদ পত্নী মীরা তার মেয়ে মিশাকে নিয়ে পার্কে ঘুরতে যান। সেখানে এই তারকা কিড কে দেখে পাপারাজ্জিরা ছবি তোলেন। সে জন্যই বিরক্ত হয়ে মীরা এ ক্ষোভ প্রকাশ করেন।

তিনি এক স্ট্যাটাসে লেখেন-‘মিশা পার্কে খেলছে। অযথা কেন তার ছবি তোলা হচ্ছে?’ আর এই স্ট্যাটাস প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে হু হু করে।

এদিকে মিশার ছবি নিয়ে যখন পাপারাৎজির উপর ক্ষোভ উগরে দিচ্ছেন শাহিদ পত্নী, তখন আরাধ্যা এবং তৈমুর কিন্তু সব সময় ক্যামেরার নজরে। কখনও মায়ের সঙ্গে জন্মদিনের পার্টিতে গিয়ে ক্যামেরাবন্দি হচ্ছে আরাধ্যা আবার কখনও বাবা-মার সঙ্গে ডিনারে গিয়ে ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে উঠছে আরাধ্যার মুখ।

অন্যদিকে দিদার বাড়িতে গিয়ে হোক কিংবা তুষার কাপুরের ছেলের জন্মদিনে অথবা বিমান বন্দরে, মায়ের সঙ্গে সব সময় পোজ দিতে ব্যস্ত ছোট্ট তৈমুর।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি