ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

ব্যাংককে আজ সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২১ জানুয়ারি ২০১৮

ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’বিজয়ীর নাম ঘোষণা হবে আজ রবিবার। তবে অনুষ্ঠানটি দেশে নয়, হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককের পাতায়া। নিবন্ধন, প্রাথমিক বাছাই, দর্শক ভোট আর বিচারকদের নানা ধাপ পেরিয়ে এবং হাজারও প্রতিযোগিকে পেছনে ফেলে উঠে এসেছেন এই দশ প্রতিযোগি।

প্রতিযোগী, বিচারক, বিভিন্ন পরিবেশনায় অংশ নিতে যাওয়া শিল্পীরাও এরই মধ্যে পৌঁছেছেন অনুষ্ঠানস্থলে। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, চমকে পূর্ণ থাকবে এবারের গ্র্যান্ড ফিনালে।

গ্র্যান্ড ফিনালের প্রতিযোগীরা হলেন- আদিবা, সুমনা, ফাতেমা, ঐশী, তারিক, তৃষা, অনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও আপেল।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার। এছাড়া রবীন্দ্রসংগীত গাইবেন ইমরান ও কোনাল। তাছাড়া ‘সেরা নাচিয়ে’র বিভিন্ন আসরের বিজয়ী একদল নৃত্যশিল্পী অংশ নেবেন পরিবেশনায়।

তাদের মধ্যে আছেন হৃদি শেখ, সামিয়া অথৈ, পারসা ইভানা, সিনথিয়া ইয়াসমিন, মিম চৌধুরী, মন্দিরা ও রিয়া।

এবারের এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে যুক্ত হয়েছেন ওপার বাংলার বিশিষ্ট সংগীতশিল্পী মিতালী মুখার্জী। এপার বাংলা থেকে আছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী।

সেরাকণ্ঠের এবারের বিজয়ী পাবেন ৫ লাখ টাকা, ১ম রানার আপ ৩ লাখ ও ২য় রানার আপ পাবেন ২ লাখ টাকা। এছাড়া থাকবে আকর্ষণীয় সব পুরস্কার।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি