ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

ব্যাক বেঞ্চার ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউডের আলোচিত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই নাকি ব্যাক বেঞ্চার ছিলেন। সেই সঙ্গে তিনি শিক্ষক/শিক্ষিকাদের ইম্প্রেস করতে উৎসুক থাকতেন। এমনটি জানিয়েছেন তারই এক সহপাঠি।

শিবানী নামের ওই সহপাঠি জানিয়েছেন, ‘আমি মুম্বাইয়ের জয়হিন্দ কলেজে বিজ্ঞান বিভাগে এক বছর পড়েছি। ঐশ্বরিয়া এক বছর পরে আমাদের কলেজে ভর্তি হয়। উনি আগে কে সি কলেজে পড়তেন। কে সি কলেজ আমাদের কলজের কাছেই ছিল। সেই ছেলেরা আমাদের কলেজের বাইরে এসে দাঁড়িয়ে থাকত ঐশ্বরিয়াকে দেখার জন্য। ঐশ্বরিয়া তখনো দারুণ সুন্দরী ছিলেন। চোখ ফেরানো যেত না। সে ট্রেনে করে কলেজে আসতেন। ঐশ্বরিয়া খার স্টেশন থেকে ট্রেনে উঠতেন। মাঝে মধ্যে আমরা স্টেশন থেকে হেঁটে একসঙ্গে কলেজে যেতাম। রাস্তায় ছেলে হোক বা মেয়ে সবাই হাঁ করে তার দিকে তাকিয়ে থাকত।’

তিনি আরও বলেন, ‘ঐশ্বরিয়ার অনেক বন্ধু ছিল। ক্লাস আরম্ভ হওয়ার ঠিক আগে ওরা ক্লাসে ঢুকত। সে সব সময়ই শেষ বেঞ্চে বসত। একমাত্র ফিজিক্স ক্লাসে ঐশ্বরিয়া প্রথম বেঞ্চে বসত। আমাদের ফিজিক্সের লেকচারার খুব কড়া ছিলেন। ঐশ্বরিয়া সব সময়ই ওকে ইম্প্রেস করার চেষ্টা করতেন।’

শিবানী বলেন, ‘সব শিক্ষক/শিক্ষিকারাই ওকে খুব পছন্দ করতেন। ঐশ্বরিয়া মাটির মানুষ ছিলেন। পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন। আমাদের কলেজে সব থেকে সুন্দরী নারী হিসেবে পরিচিত ছিলেন ঐশ্বরিয়া।’

সূত্র : ডেইলি হিন্দু

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি