এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘আলতা বানু’ (ভিডিও)
প্রকাশিত : ০৯:৪৫, ৪ এপ্রিল ২০১৮
ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘আলতা বানু’ মুক্তি পাচ্ছে আগামী ২০ এপ্রিল। গত মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে সিনেমার পোস্টার উন্মোচন করা হয়। মুক্তি উপলক্ষে এরই মধ্যে সিনেমার প্রচারণার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেইলার।
জানা যায়, চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সিনেমাটি কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে।
‘আলতা বানু’ সিনেমার সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
পরিচালক অরুণ চৌধুরী বলেন, ‘লোক-ঐতিহ্য ও সংস্কৃতি কিছু চলচ্চিত্রে দেখা গেলেও গ্রামের সাধারণ মানুষের মণিকোঠায় বেঁচে থাকা রূপকথা, উপকথাগুলো গ্রামীণ সংস্কৃতির অংশ। তাই সিনেমার এমন নাম করা হয়েছে। আলতা আর বানু দুই বোনের গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। বড় বোন ‘আলতা’ চরিত্রে মম আর ছোট বোন ‘বানু’ চরিত্রে অভিনয় করেছেন রিক্তা। এই দুই নায়িকার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন।’
আরও পড়ুন : মমর নতুন বছর
উল্লেখ্য, বড় বোনের বিয়ের ঘটনার সূত্র ধরে হঠাৎ হারিয়ে যায় ছোট বোন। তাকে খুঁজতে বের হয় আলতা। এরপর ঘটে নানা ঘটনা। গত বছর জুলাই মাসে ‘আলতা বানু’ সিনেমার শুটিং শুরু হয়। মম, রিক্তা ও মিলন ছাড়া সিনেমাতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ।
‘আলতা বানু’র ট্রেইলার ভিডিও :
এসএ/










