ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাজীবের অসহায় ভাইদের দায়িত্ব নিতে চান অনন্ত জলিল    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৭, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বাসপাচায় হাত হারানো কলেজ ছাত্র রাজীব হোসেন আজ চলে গেলেন না ফেরার দেশে। তার চলে যাওয়ায় একেবারে অসহায় হয়ে গেল তার পরিবার। তার ছোট ভাইদের আর কেউ রইলো না। তাই মা বাবা হারা দুই ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নিতে চান জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। আজ তার ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।     

অনন্ত জলিল বলেন, আজকের দিনে আল্লাহ্তায়ালা তার সুন্দর ধরণী আর সুন্দর সুন্দর সৃষ্টির মাঝে আমাকে পাঠিয়েছেন, আজ আমার জন্মদিন, তাই শুকুর আলহামদুলিল্লাহ্। রাব্বুল আলআমিনের নিকট আমি কৃতজ্ঞ, এ কারণে যে এমন আনন্দের দিনে তিনি আমাকে স্বপরিবারে মক্কায় অবস্থান করার সুযোগ করে দিয়েছেন।

জন্মদিনের দিনে তার মন খারাপের কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু দিন আগে বাস দুর্ঘটনায় রাজিব নামে একজন মেধাবী শিক্ষার্থী তার হাত হারিয়ে ছিলেন। এবং আজ তিনি পৃথিবী হতে বিদায় নিয়েছেন। যা আমাকে বেশ মর্মাহত করেছে। বাবা-মা হারা এই সন্তান তার ছোট দুই ভাইকে পিতা-মাতার স্নেহ দিয়ে আগলে রেখেছিলো। কিন্তু রাজিবের অকাল বিদায়ে তার দুই ছোট ভাইয়ের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। তাই আমার জন্মদিনে আমি চাচ্ছি যে পরিবার হারা এই দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিতে।

উল্লেখ্য, গেল ৩ এপ্রিল দুই বাসের প্রতিযোগিতার মুখে পড়ে সরকারি তিতুমীর কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র রাজীবের ডান হাত বাস দুটির মাঝখানে চাপা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়। রাজীবের মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

২০০৭ সালে রাজীবের বাবা মারা যাওয়ার পর তিনি তার দুই ভাই আবদুল্লাহ হৃদয় (১৪) এবং মেহেদী হাসান বাপ্পীর (১৫) অভিভাবক ছিলেন। রাজীব তার মাকে হারান যখন তার বয়স ছিল আট বছর এবং তার ছোট ভাইয়ের বয়স ছিল ১০ মাস। এরপর থেকে আত্মীয়-স্বজনরা তাদের দেখাশুনা করতেন। ২০১২ সালে এইচএসসি পাস করার পর রাজীব তার ভাইদের লেখাপড়ার খরচ জোগাড় করার জন্যে নিজে আয়ের পথে নামেন। গ্রাফিক ডিজাইনিংয়ের ওপর কাজ করা শুরু করেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি