ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জুলাইতে মুক্তি পাচ্ছে মাহির ‘জান্নাত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমাটি আগামী ২৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে। এর আগে, গত ২৩ মার্চ বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় সিনেমাটি। বিষয়টি জানিয়েছেন নির্মাতা নিজেই।

‘জান্নাত’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মাহি। খাদেমের মুরিদ হিসেবে দেখা যাবে সাইমনকে। এছাড়াও আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।

ঈদের আগেই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল জানিয়ে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ভালো ব্যবসা করছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি ২৭ জুলাই সিনেমাটি মুক্তি দেবো। প্রযোজক সমিতি থেকে তারিখও নিয়ে রেখেছি।

এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জান্নাত’ সিনেমাটির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি