ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

শুভ বাংলাদেশের শাহরুখ খান : নুসরাত ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৩২, ২০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়ক আরেফিন শুভকে বাংলাদেশের শাহরুখ খান হিসেবে অভিহিত করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গণমাধ্যমকে তিনি এই কথা বলেন।

কারণ হিসেবে নুসরাত ফারিয়া বলেন, শাহরুখ খান অনেক রোমান্টিক হিরো। শাহরুখ বলিউডকে যেভাবে রোমান্টিসিজমে ভাসিয়ে চলেন এমনটা বাংলাদেশে শুধু শুভ’র মাঝেই দেখা যায়। শুভ অনেক রোমান্টিক। তার আচরণ দেখে বলতে পারি একমাত্র আরেফিন শুভই শাহরুখ খান। তার রোমান্টিক বিহেভিয়ার অনেক মুগ্ধকর। আমি তার ঢাকা অ্যাটাক দেখেছি। অনেক ভালো একটি সিনেমা।

এদিকে সম্প্রতি নুসরাত ফারিয়া একটি গানে কণ্ঠ দিয়েছেন। পটাকা নামের এই গানের মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে তিনি আবির্ভূত হতে যাচ্ছেন।

পটাকা নিয়ে তিনি বলেন, এটি একটি সারপ্রাইজিং গান। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, অপেক্ষা করেন। শিগগিরই গানটি আসছে। তার পরে আপনাদের কমপ্লিমেন্ট শুনবো।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি