ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রথম দর্শনেই মেগানে মজলেন হ্যারি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ২০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

২০১৬ সালের জুলাই মাসে যুক্তরাজ্যের লন্ডনে এক বন্ধুর আমন্ত্রণে গিয়ে দেখা হয় ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের। হ্যারির তখন বয়স ৩১, আর মেগানের ৩৪। প্রথম দর্শনেই কি তাদের প্রেম হয়েছিলো, নাকি ধীরে ধীরে?  

প্রথম দেখার সেই মুহূর্তগুলো নিয়ে প্রিন্স হ্যারি বললেন, ‘মেগান যেখানে ছিল আমি যখন সেখানে গেলাম আর তাকে দেখলাম, আর অবাক হয়ে গেলাম। আমি অবিশ্বাস্য দ্রুতগতিতে মেগানের প্রেমে পড়ে গেলাম। মনে হলো সৌভাগ্যের সব তারা একসঙ্গে জড়ো হলো। সবকিছুই এত নিখুঁত ছিল!’

দু’জন যখন আলাপ শুরু করলেন, তখন অবাক হওয়ার পালা। মেগানের নাম শোনেননি হ্যারি, এমনকি তার আলোচিত টেলিভিশন ধারাবাহিক স্যুটসও দেখেননি তিনি।

তাতে অবশ্য কিছু যায়-আসেনি। একটা বিষয়ে মিল তাদের আরও কাছে এনেছিল। সেটা হলো, ভালো কিছুর জন্য কাজ করে যেতে চান তারা। এই চাওয়াই কয়েক সপ্তাহ পর তাদের দ্বিতীয়বারের মতো সাক্ষাতের সুযোগ করে দিল। পাঁচ দিনের সমাজসেবামূলক কাজের জন্য তারা গেলেন বতসোয়ানায়। পরস্পরকে চেনা-জানার আরেকটু সুযোগ পেলেন তারা।  

হ্যারি তো মেগানের প্রেমে মজে গিয়েছিলেন সেই প্রথম দেখাতেই। মেগান কী ভাবছেন, সেটা বুঝতে উদগ্রীব হয়ে পড়েন হ্যারি। মেগানের ভবিষ্যৎ পথচলা কতটা কঠিন হবে, সেটা বললেন। সব শুনে মেগান হাসিমুখেই তা মেনে নিলেন। যেন হাঁফ ছেড়ে বাঁচলেন হ্যারি।

মেগানের জীবনীকার ও ব্রিটিশ রাজপরিবারের লেখক অ্যান্ড্রু মর্টন বলেন, ‘সারা জীবন যে পরিস্থিতির মধ্যে চলতে হবে, মেগান তা মেনে নেওয়ায় হ্যারি বিস্মিত হয়েছিলেন। হ্যারির বউ হতে গিয়ে অনেক কিছুই ছাড়তে হবে মেগানকে।’

হ্যারি ২০১৬ সালের নভেম্বরে মেগানের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন। মেগানকে নিয়ে তখন আপত্তিকর, হয়রানিমূলক ও বর্ণবাদী আলোচনা হলে কড়াভাবে এর সমালোচনা করে বিবৃতি দেন হ্যারি। হ্যারির যোগাযোগ সচিব তখন বলেছিলেন, ‘এটা কোনো খেলা না। এটা তাঁদের জীবন। সেটা নিয়ে তাঁদেরই ভাবতে দেওয়া উচিত।’

২০১৭ সালের নভেম্বরে হ্যারি মেগানকে বিয়ের প্রস্তাব দেন। সেই দিনের কথা জানাতে গিয়ে মৃদু হেসে মেগান বলেন, ‘অদ্ভুত একটা চমক ছিল আমার জন্য। খুবই রোমান্টিক আর সুন্দর।’ সেদিন নটিংহাম কটেজে মুরগি রোস্ট করতে করতে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন হ্যারি। হ্যারির বিয়ের প্রস্তাব শেষ হওয়ার আগে, এমনকি আংটি সামনে ধরার আগেই মেগান হ্যাঁ বলে ফেলেন-হাসতে হাসতে জানালেন মেগান। তারা বিয়েটা সারছেন এ বছরের ১৯ মে।  

কেআই/এসি       

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি