ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দেব-রুক্মিণী সম্পর্কের গোপন কথা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ২৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

টালিউডে দেব-রুক্মিণীর ভালোবাসা ওপেন সিক্রেট। কিন্তু তাঁদের সেই রোম্যান্টিক লাইফ গোপন রয়েছে আজও। ‘চ্যাম্প’, ‘ককপিট’ ও ‘কবীর’- পরপর তিনটি সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। মাঝে মধ্যেই তাদের দুষ্টুমি প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখনও সেই সম্পর্ক নিয়ে নিজেদের মুখ খোলেননি তারা।

নায়িকার মুখে সবসময় শোনা যায়, দেব তাঁর ফ্যামিলি।

রুক্মিণী বলেন, ‘আমাদের সম্পর্ক বিশ্বাসের। দেব আমার ফ্যামিলি।’

এতেই বোঝা যায় কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন সুন্দরী। যদিও রুক্মিণীর আঙুলে বড় একটি হিরার আংটি দেখে অনেকেই সেটিকে এনগেজমেন্ট রিং হিসেবে বলছেন। তবে তা পুরোটাই গুঞ্জন।

এদিকে দেব-রুক্মিণী সম্পর্কে বড় অভিমানী রুক্মিণী। চুন থেকে পান খসলেই নাকি অভিমান করেন সুন্দরীর। আর তাঁর মানভঙতে উঠে পড়ে লাগেন দেব।

অপরদিকে প্রায়ই ‘বন্ধুকে’ সারপ্রাইজ দিতে শ্যুটিং ফ্লোরে চলে যান রুক্মিণী। আর তাতেই নাকি আহ্লাদে আটখানা হয়ে যান দেব।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি