ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পাল্টে গেল অনুষ্কার চেহারা!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ২৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:০৩, ২৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

পাল্টে গেলো অভিনেত্রী অনুষ্কা শর্মা। তার চোখের নীচে ভাঁজ, কোঁচকানো মুখ, অনুষ্কাকে দেখে যেন চেনাই যাচ্ছে না। সম্প্রতি অনুষ্কার এক ভক্ত অনুষ্কার সেই ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। 

জানা যাচ্ছে, একটি বিজ্ঞাপনের জন্য নিজের বয়সের তুলনায় বেশ খানিকটা দিন এগিয়ে গিয়েছেন অনুষ্কা। এবং, বিজ্ঞাপনের জন্যই অনুষ্কা ওই রকম লুক নিয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ওই বিজ্ঞাপনে পর পর ৩টি লুকে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মাকে। মা, মেয়ে এবং ঠাম্মার ভূমিকায় একসঙ্গে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মাকে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি