ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

‘পটাকা’য় ঘায়েল কলকাতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়ার ‘পটাকা’য় ঘায়েল হলো কলকাতাবাসী। শুধু অভিনয়ে নয়, এবার গানেও শ্রোতাদের মন জয় করলেন নুসরত ফারিয়া। সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই মিউজিক ভিডিওর টিজার। যা প্রযোজনায় রয়েছে এসভিএস।

নুসরাত ফারিয়া নায়িকা হয়ে এন্ট্রি নিয়েছিলেন টালিউডে। কিন্তু তার লম্বা রেসের ঘোড়া। অভিনয়ের পাশাপাশি এবার গানও করবেন জমিয়ে। যদিও নায়িকাদের গান গাওয়া সিনেদুনিয়ায় নতুন কিছু নয়। কিন্তু নুসরতের ভিডিওটি দেখলে বোঝার উপায় নেই যে তিনি এ সেক্টরে নতুন। রূপের জাদু, সুরের আমেজ, কোমরের দোলানি - সব মিলিয়ে ‘পটাকা’ যেকোনও বলিউডি আইটেম সংকে টক্কর দিতে পারবে।

‘পটাকা’র কোরিওগ্রাফার বাবা যাদব। মিউজিক দিয়েছেন প্রীতম হাসান। পুরো ভিডিওর শুটিং হয়েছে মুম্বায়ে। ইউটিউবে দেখা যাচ্ছে ‘পটাকা’-এর টিজার। যা দেখে বাংলাদেশী কন্যাতে ঘায়েল কলকাতাবাসীর মন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি