ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

‘মাহিকে নিয়ে আমার সংশয় কেটে গেছে’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ২৪ মে ২০১৮ | আপডেট: ১৭:০৩, ২৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

২০১৬ সালের ২৪ মে ঘটা করে বিয়ে করেন কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপু ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর মধ্যে পার হয়েছে দুইটি বছর। সেই দিনটি আবার তাদের ফিরে এলো। এক সময় মাহিকে নিয়ে অপুর কিছুটা সংশয় ছিল। যেহেতু মাহি মিডিয়ায় কাজ করে। কিন্তু তার এখন সেই সংশয় কেটে গেছে।

অপু বলেন,‘মাহিকে যখন বিয়ে করতে যাচ্ছি তখন কিছুটা সংশয় কাজ করেছিল। যেহেতু নায়িকা বিয়ে করছি, কেমন হবে। পরিবারের সঙ্গে খাপ খাওয়াতে পারবে কিনা। আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কতটা মানিয়ে নিতে পারবে? গত দুই বছরে আমার সব সংশয় কেটে গেছে। মাহি বউ হিসেবে আসলেই অসাধারণ। তার তুলনা হয় না।’

তিনি বলেন, ‘আমাদের পরিবারের সব কিছু এখন মাহি দেখে। পরিবারে মাহিই এখন সব। মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, এমনকি আমার বন্ধুরা পর্যন্ত মাহিকে সবকিছু জানায়। কারো কোনো কথা, কোনো প্রয়োজন সবকিছুই এখন মাহি দেখে। আসলে দর্শক পর্দায় যে মাহিকে দেখতে পান, আমি সেই মাহিকে নিয়েই সংসার করছি। সিনেমার চরিত্রের মতোই মাহি বাস্তব জীবনে পরিপূর্ণ বধূ। আমরা অনেক সুখে আছি। কিভাবে যে দুই বছর কেটে গেলো বুঝতেই পারিনি।’  

আজকের দিনটি সম্পর্কে অপু বলেন, ‘আমি পারিবারিক কাজে সিলেটে ছিলাম। দুপুর ১টার দিকে ঢাকায় এসেছি। এসেই মাহিকে সারপ্রাইজ দিলাম। কারণ, সে জানতো না আজ আমি আসবো। তারপর এখন একসঙ্গে সময় কাটাচ্ছি। যেহেতু মাহি চলচ্চিত্রে কাজ করে, এখানে তার কিছু কাছের মানুষ আছে, আমাদের আত্মীয়-স্বজন আছে, আমাদের দুজনের বন্ধুরা আছেন। আজ ইফতার ও সেহরিতে সবার সঙ্গে সময় ভাগ করবো। সব মিলিয়ে দিনটি ভালো কাটবে আশা করি।’

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি