ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

মা হচ্ছেন কারিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ২৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

কারিনা কাপুর খান। বলিউডের হার্টথ্রব অভিনেত্রী। পতৌদির নবাব পরিবারের পুত্রবধূ। গত ২০১৬ সালে এক পুত্র সন্তানের জন্ম দেন কারিনা। সাইফ-কারিনার ওই পুত্রের নাম তৈমুর আলী খান। তবে দুই বছর পর আবারও মা হতে যাচ্ছে কারিনা। তবে বাস্তবে নয় সিনেমার চরিত্রে। এখানে তিনি মায়ের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন।

সম্প্রতি ধর্মা প্রোডাকশনের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কারিনা। এতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। সবকিছু ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধবেন তারা। ‘নতুন এই সিনেমাটিতে কারিনা কাপুর একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন। তিনি বাস্তজীবনেও একজন মা। তাই এই চরিত্রের জন্য কারিনা উপযুক্ত। সিনেমাটির গল্প বিয়ে এবং সম্পর্ক নিয়ে। দুই দম্পতিকে ঘিরে সিনেমার কাহিনী এগিয়েছে।

উল্লেখ্য, কারিনা অভিনীত পরবর্তী সিনেমা ‘বীরে দ্য ওয়েডিং’। এতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর, অনিল কাপুর, স্বরা ভাস্কর প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। আগামী ১ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি