ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

শাহরুখের স্যালুট কে পাবে, ঐশ্বরিয়া না দীপিকা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ২৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

এবার নভোচারী রাকেশ শর্মার জীবনের ওপর তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র। সিনেমাটির নাম ‘স্যালুট’। যার নাম ভুমিকায় অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। মহেশ মাথাই পরিচালিত এই ছবির শুটিং শুরু হওয়ার কথা চলতি বছরের সেপ্টেম্বরেই। তবে এখনো প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন তা স্থির হয়নি।

এই সময় জানায়, সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই চরিত্রের জন্যে দুটি নাম উঠে এসেছে পছন্দের তালিকায়। এখন লড়াইটা চলছে ঐশ্বরিয়া রাই বচ্চন ও দীপিকা পাড়ুকোনের মধ্যে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি প্রযোজক-পরিচালক।

বর্তমানে শাহরুখ খান ব্যস্ত পরের ছবি ‘জিরো’র শুটিং নিয়ে। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফকে। ২১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির।

উল্লেখ্য, ‘স্যালুট’-এর প্রস্তাব প্রথমে যায় আমির খান। তিনি প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে বেছে নেন মিডিয়া ব্যক্তিত্ব গুলশান কুমারের বায়োপিক।   

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি