ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

টি-ব্যাগে অভিনব প্রচারনায় ‘দেবী’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ২৯ মে ২০১৮ | আপডেট: ১১:১৯, ৩০ মে ২০১৮

Ekushey Television Ltd.

‘দেবী’র পোস্টার নিয়ে চলছে আলোচনা। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’। ঈদের পরেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর এ নিয়ে চলছে এখন ব্যাপক প্রচারণা। এই প্রচারণায় যুক্ত হয়েছে অভিনব কায়দা। ইস্পাহানী মির্জাপুর চায়ের টি-ব্যাগকেই পোস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে।     

২৮ মে থেকে ফেসবুক প্রচারণায় এটি ব্যবহার করা হচ্ছে। ছবির প্রচারণায় এমন কৌশল আগে দেখা যায়নি।
এদিকে ‘দেবী’ নামে এমন টি-ব্যাগ তৈরি ও প্রচারের ফলে বেশ আলোচনা-সমালোচনার দুটোই চলছে।

এ বিষয়ে ছবিটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘‘ইস্পাহানী মির্জাপুর ‘দেবী’র প্রচারণা সহযোগী হিসেবে কাজ করছে। তাছাড়া টি-ব্যাগটি মোটেও বিক্রয়ের জন্য নয়। এটা শুধুই প্রচারণার জন্য ডিজাইন করা। একটি ডামি টি-ব্যাগে এটি করা হয়েছে।’’

সিনেমাটি সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র ব্যানারে নির্মিত হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

জয়া আহসান বললেন, ‘‘হুমায়ূন আহমেদের ‘মিসির আলি’ চরিত্র আমাদের প্রতিটি বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি গর্বিত মিসির আলিকে এই প্রথমবার রুপালি পর্দায় নিয়ে আসতে পেরে।’’

ছবিটির অন্যান্য চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘দেবী মিসির আলি সিরিজের প্রথম গল্প, আমি বিশ্বাস করি মিসির আলি, রানু, নীলু ও আনিসদের সঙ্গে আপনারা আবারও একাত্ম হতে পারবেন এই ছবির মাধ্যমে।’

‘দেবী’ নির্মাণ করেছেন ‘আয়নাবাজি’র সংলাপ-চিত্রনাট্যকার অনম বিশ্বাস।‘দেবী’র অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন অনিমেষ আইচ, শবনম ফারিয়া, ইরেশ যাকের প্রমুখ।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি