ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ঈদে ছোট পর্দায় শাকিব-বুবলীর আড্ডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

শাকিব খান ও শবনম বুবলী। দুই তারকা জুটি হয়ে বেশ কিছু সিনেমা ইতিমধ্যে দর্শকদের উপহার দিয়েছেন। তাই তাদের নিয়ে দর্শক ও ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার ঈদে ছোট পর্দায় এক সঙ্গে দেখা যাবে তাদের। আসছে ঈদে এই দুজন হাজির হবেন বাংলাভিশনের জন্য নির্মিত একটি আড্ডার অনুষ্ঠানে। এতে তথাকথিত উপস্থাপক বা অতিথি কেউই থাকবেন না।

অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’। কদিন আগে কক্সবাজারের একটি হোটেলের সমুদ্রের ধারে সেট নির্মাণ করে ধারণ করা হয়েছে এ অনুষ্ঠানটি।

অনুষ্ঠানটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘এটা গতানুগতিক অনুষ্ঠান নয়। আমরা দুজনই অনুষ্ঠানের উপস্থাপক আবার দুজনই অতিথি। আমরা আড্ডাচ্ছলে নানা ধরনের গল্প করেছি।’

তিনি জানান, গতানুগতিক অনুষ্ঠান প্রথার বাইরে ভিন্নভাবে দর্শকের সামনে কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

এই জুটির ঈদের সিনেমাসহ তাদের তারকা হওয়া, আনন্দ-বেদনাসহ নানান গল্প জানতে পারবেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ। অনুষ্ঠানটি ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি