ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

‘বালিঘর’ ছাড়ছেন তিশা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৪ জুন ২০১৮ | আপডেট: ২২:৩৮, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কলকাতার চলচ্চিত্র ‘বালিঘর’ এ অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিটি পরিচালনা করছেন অরিন্দম শীল। এই ছবিতে আরও অভিনয় করার কথা রয়েছে চিত্রনায়ক আরেফিন শুভ ও নওশাবার। কিন্তু সোমবার দুপুর ৩টা ৩৫ মিনিটে তিশা তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে এই ছবিতে কাজ না করার বিষয়টি জানান।  

তিশা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আমার ভক্ত এবং দর্শক ভাই-বোনদের উদ্দেশ্যে একটা তথ্য জানিয়ে রাখতে চাই যাতে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি আর গুজবের সুযোগ না থাকে। কলকাতার বিশিষ্ট পরিচালক অরিন্দম শীলের ‘বালিঘর’ ছবিটি আমি আর করছি না। শিডিউলঘটিত জটিলতার কারণে আমি সেই ছবিটা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে পরিচালকের সঙ্গে আমার আলাপ হয়েছে। এবং আমরা সকল প্রকার সৌজন্য বজায় রেখেই একমত হয়েছি। আমি ছবিটার জন্য শুভ কামনা জানিয়ে রাখছি।’

‘বালিঘর’ যৌথ প্রযোজনার ছবি। এটি কলকাতার হয়ে প্রযোজনা করছে নাথিং বিয়ণ্ড সিনেমা ও বাংলাদেশ থেকে প্রযোজনা করবে বেঙ্গল ক্রিয়েশনস। নির্মাতা অরিন্দমের ক্যারিয়ারের নবম ছবি এটি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি