ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

চরম উত্তেজনা নিয়ে মুখোমুখি অপু ও বুবলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন ঈদকে কেন্দ্র করে সিনেপাড়ায় বেশ তোড়জোড় শুরু হয়েছে। ঈদের বাজার দখল করতে চাইছে অনেক নির্মাতাই। প্রযোজনা সংস্থাগুলো তাদের নির্মিত সিনেমা নিয়ে বেশ প্রচার-প্রচারণা শুরু করেছেন। তবে বড় পর্দা এবারও শাকিব খানের দখলে। মজার বিষয় হচ্ছে- এবারের ঈদে শাকিব খানকে নিয়ে মুখোমুখি হচ্ছেন দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি।

শাকিব ও বুবলি অভিনীত চলচ্চিত্র ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে সেন্সর বোর্ডের অনুমতির অপেক্ষায় রয়েছে শাকিব ও অপু অভিনীত চলচ্চিত্র ‘পাংকু জামাই’।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার প্রযোজক সেলিম খান বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে ঈদে আসছি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আমরা সর্বাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তি দিতে চাই। ভিন্নধর্মী এই সিনেমাটি দর্শক পছন্দ করবেন।’

অপরদিকে ‘পাংকু জামাই’ সিনেমার প্রযোজক মোজাম্মেল হক বলেন, ‘আমাদের সিনেমা ‘পাংকু জামাই’ সেন্সর বোর্ডে প্রদর্শন হয়েছে। বোর্ডের মেম্বাররা সিনেমাটি নিয়ে অনেক প্রশংসা করেছেন। দু-একদিনের মধ্যে এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাবে। আমরা এই ঈদেই সিনেমাটি মুক্তি দেবো। সেটার প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে প্রদর্শক সমিতির নেতা মিয়া আলাউদ্দিন বলেন, ‘আমরা চাই ঈদে একাধিক শিল্পীর সিনেমা আসুক। এতে করে দর্শক একটু ভিন্নতা পায়। এই ঈদে শাকিব খানকে সঙ্গে নিয়ে অপু ও বুবলি দুজনের সিনেমা এলে দর্শক ভিন্নতা পাবে। কারণ একসময় শাকিব খানের পাশে শুধু অপুকে দেখা গেছে, এখন দেখা যাচ্ছে বুবলীকে।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি