ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘পোড়ামন টু’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিনাকর্তনে ছাড়পত্র পেলো ‘পোড়ামন টু’। গত বুধবার সিনেমাটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টার, টিজার, ট্রেলার ও গান দিয়ে সিনেমাটি এরইমধ্যে প্রশংসিত হয়েছে।

এদিকে সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু বলেন, সিনেমাটি দেখে খুব ভালো লাগলো। সিয়াম ও পূজা দুজনেই বেশ ভালো অভিনয় করেছে।

নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল ‘পোড়ামন ২’। বিশেষ করে ছবির পোস্টার, টিজার, ট্রেলার এবং গান প্রকাশের পর দর্শকরা তা পছন্দ করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। এই সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের। সিনেমাতে তার চরিত্রের নাম সুজন শাহ। তার বিপরীতে অভিনয় করছেন পূজা চেরি। সুপারহিট ‘পোড়ামন’ সিনেমার সিকুয়ালে নির্মিত হয়েছে ‘পোড়ামন ২’।

নির্মাতা জানিয়েছেন, সিনেমাতে মোট পাঁচটি গান থাকছে।

সিয়াম-পূজা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি