ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

নিপুণের ‘এট্টুসখানি প্রেম’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ৯ জুন ২০১৮ | আপডেট: ২০:৩৯, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদকে কেন্দ্র করে অভিনয়ে ব্যস্ত রয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এবারের ঈদে তিনি একটি নাটক ও একটি টেলিফিল্মে অভিনয় করেছেন।

টেলিফিল্মটি পরিচালনা করেছেন এসএহক অলিক। ‘এট্টুসখানি প্রেম’ নামের এই টেলিছবিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও নাদিয়া আহমেদ।   

এটি কমেডি নির্ভর টেলিফিল্ম। এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘এর আগেও আমি নাটকে কাজ করেছি। এই কাজটি খুবই ভালো হয়েছে। রিয়াজ ভাইর সঙ্গেও কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে। আশা করি দর্শকের কাছে ভালো লাগবে।’

পাশাপাশি কাজ করেছেন সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় ‘মহব্বত ব্যাপারী টু’ নাটকে।

গত বছর ঈদে তিনি ‘মহব্বত ব্যাপারী’ নাটকে অভিনয় করেছিলেন। এবারের ঈদে সেই নাটকের সিক্যুয়ালে অভিনয় করলেন। এতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আমজাদ হোসেনকে।

আজ নিপুণের জন্মদিন। তবে জন্মদিন নিয়ে তার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। নিপুণ সর্বশেষ ‘ধূসর কুয়াশা’ ছবিতে অভিনয় করেছেন।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি