ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

এলির সঙ্গে বিচ্ছেদের পর এষায় মজেছেন হার্দিক পান্ডিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

২২ গজের তারকা হার্দিকের সঙ্গে সম্পর্ক টেকেনি বলিউড নায়িকা এলি আব্রামের। হার্দিক পান্ডিয়ার সঙ্গে এলি আব্রামের বিচ্ছেদ হয়ে গেছে কিছুদিন আগে।
তবে সেই সম্পর্ক শেষ হতে না হতেই আরও এক তারকার এক্সোটিক সৌন্দর্যে মেতেছেন এই ক্রিকেটার। তিনি আর কেউ নন, এষা গুপ্তা। তবে বিভিন্ন মহল থেকে এই সম্পর্কের কথা পুরোটাই কানাঘুষো শোনা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এলি আভরাম সম্পর্কে কমিটমেন্ট চাইছিলেন। এতেই এলিকে বাদের খাতায় ফেলে দেন হার্দিক। কারণ হার্দিক এখনই কোন স্টেডি সম্পর্কে যেতে চাইছিলেন না।
প্রতিবেদনটি থেকে জানা গেছে, একটি পার্র্টিতে গিয়ে আলাপ হয় এষা-হার্দিকের। আর প্রথম সাক্ষাতেই তাদের রসায়ন সবার চোখে পড়ে। সেখান থেকেই ফোন নাম্বার বিনিময়। আর তারপর থেকেই কখনো লাঞ্চ বা কখনো ডিনার ডেটে দেখা যাচ্ছে তাদের। কিন্তু সম্পর্কের ব্যাপারে কেউই এখনও কিছু প্রকাশ্যে বলেনি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি