ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

মিথিলার ডায়েরিতে কি আছে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে জানার আগ্রহ অনেকের। বিশেষ করে প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে তো কথায় নেই। তাই এবার অভিনেত্রী মিথিলা ডায়েরিতে কি লিখছেন তা জানানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ বাস্তবে এমন নয়, এটা এবারের একটি ঈদের নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে এটি প্রচারিত হবে বলে জানা যায়।

নাটকে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন মনোজ কুমার ও মীর রাব্বি। এ ছাড়া আরও অভিনয় করেছেন কোয়েল, মালা ভট্টাচার্য প্রমুখ।

পরিচালক তানিম পারভেজ জানান, নাটকে মিথিলাকে ডায়েরি লিখতে দেখা যাবে। তবে ডায়েরিতে তিনি কী লিখেন এবং কার কথা লিখেন, এটা জানতে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।

নীরা আর নীলের ব্যাপারটা স্বাভাবিক। শুরুটা নীরবতা দিয়ে হলেও বেশ কিছুদিনের সম্পর্ক ভালোবাসা নিয়ে এখন পূর্ণতা পাওয়ার পথে। এমন সময় হুট করেই কোথা থেকে যেন হাজির হয় আকাশ। একেবারে যে আকাশ থেকে পড়ে তাও না। নীরার নতুন কেনা ডায়েরির পাতায় হাজির হয় শব্দ হয়ে। ফলে আকাশের শব্দগুলো নীরার শব্দভাণ্ডারে নাড়া দিয়ে বসে। শুরু হয় কথোপকথন। শুরু হয় নতুন সম্পর্কের গল্প।’

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি