ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

কাপুর পরিবারের সঙ্গে ডিনারে আলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কাপুর পরিবারের বৌ হওয়ার প্রস্তুতি মনে হচ্ছে শুরু করে দিলেন আলিয়া ভাট! বলিউডে কান পাতলেই এমনটা শোনা যাচ্ছে। আলিয়ার সঙ্গে সম্পর্কের কথা যেদিন থেকে সবার সামনে রণবীর কাপুর নিজে জানিয়েছেন, সেদিন থেকেই আলিয়া-রণবীরের সম্পর্ক, বিয়ে নিয়ে আলোচনা চলছে।

তবে শুধু রণবীরই নয়, আলিয়াকে বাড়ির বৌ করার জন্য উঠে পড়ে লেগেছেন রণবীরের মা নীতু সিং (কাপুর) এবং বাবা ঋষি কাপুর। এর আগে বুলগেরিয়াতে ব্রহ্মস্ত্রর শ্যুটিং আলিয়ার জন্মদিন সেলিব্রেট করতে পৌঁছে গিয়েছিলেন নীতু কাপুর। পরে আলিয়ার কথা জানতে পেরে রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানিও হবু ভাতৃবধূর জন্য উপহার হিসাবে বিশেষ ব্রেসলেট পাঠিয়েছিলেন। আলিয়াও সেই ব্রেসলেটের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছিলেন রণবীরের দিদি ঋদ্ধিমাকে।

গত শনিবার রাতে রণবীরের পরিবারের সঙ্গে বিশেষ এক ডিনারে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। যেখানে রণবীরের মা নীতু সিং (কাপুর) এবং বাবা ঋষি কাপুর ছাড়াও হাজির ছিলেন রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি ও রণবীরের আদরের ভাগ্নী সামারা।

এদিন রণবীরের ভাগ্নী সামারাকে হবু মামী আলিয়ার হাত ধরেই হাঁটতে দেখা যায়। আলিয়া ও সামারা দুজনকেই সাদা জামা পড়তে দেখা যায়। তাদের দেখে বেশ বোঝা যায় যে তারা দুজনেই দুজনেই সঙ্গ বেশ উপভোগ করছে।

প্রসঙ্গত, আলিয়া-রণবীরের সম্পর্ক অন্যদিকে গড়াচ্ছে এখবর বলিউডে অনেকদিনই ছিল। কিন্তু সোনম কাপুরের বিয়েতে তাদের একসঙ্গে উপস্থিত হতে দেখেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা বেড়ে যায়।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি