ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সোনমের হাসিই আমার জীবনের সবকিছু : আনন্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

শনিবারই বর আনন্দ আহুজা ও বোনা রেহা ও বন্ধুদের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশন করেছেন সোনম কাপুর। এটাই সোনমের বিয়ের পর প্রথম জন্মদিনের সেলিব্রেশন। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল সাইটে ছবি পোস্ট করেছিলেন আনন্দ। জন্মদিনের পরেরদিন রবিবারও তার অন্যথা হয় না।

আপাতত সোনম আনন্দ রয়েছেন লন্ডনে তাদের কেনা ৩ রুমের একটি বাড়িতে। রবিবার সোনমের সঙ্গে লন্ডনে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন আনন্দ। শুধু ছবি পোস্টই নয় ক্যাপশানে আনন্দ লিখেছেন যে, সোনমের হাসিই তার কাছে সবকিছু।

প্রসঙ্গত, আনন্দের সঙ্গে সোনমের পরিচয় ২০১৪ সালে। বন্ধু পার্নিয়া কোরেশির মধ্যমে আলাপ হয় দুজনের, সেখান থেকেই বন্ধুত্ব। তার ঠিক ৬ মাস পরে সোনমকে প্রপোজ করেন আনন্দ আহুজা। আর আনন্দের মত একজন কেয়ারিং ও ক্যারিয়ারিস্ট বয়ফ্রেন্ড কে না চায়! সোনমেরও ভালো লাগতে শুরু করে আনন্দকে। ব্যস, তারপর আর কি। এবছর গত ৮ মে শিখ রীতিনীতি মেনে বিয়ে হয় সোনম আনন্দের।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি