ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ঈদে যেমন সাজবেন বুবলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১২ জুন ২০১৮ | আপডেট: ১৫:৫৪, ১২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

হালের সবচেয়ে আলোচিত নায়িকা শবনম বুবলি। সংবাদ পাঠিকা থেকে ঢালিউডে পা রেখে পিছু তাকাতে হয় নি। ক্যারিয়ার-ই তাকে টেনে উপরে নিয়ে যাচ্ছে। চলচ্চিত্র কী বিজ্ঞাপন সবকিছুতেই সফল এ সুদর্শনী। তাকে ঘিরেই দর্শক-পাঠকের আগ্রহ।

সেই নায়িকার ঈদ প্রস্তুতি, সাজগোঁজ নিয়ে নিযুত ভক্তদের আগ্রহ থাকবে, এটাই তো স্বাভাবিক। বুবলি জনিয়েছেন ঈদে কিভাবে সাজবেন, কিভাবে কাটাবেন সেই সম্পর্কে।

সকালের ছিমছাম সাজে থাকবেন বুবলি। দুপুরে হালকা সাজে সাজবেন, পরনে থাকবে হালকা রঙের পোশাক। তবে সন্ধ্যার পর অন্য দুই বোনের সঙ্গে মিলিয়ে সাজবেন।

শাড়ি পরতে ভালোবাসেন এই হার্টথ্রুব। তাই রাতের সাজে শাড়িতেই দেখা যাবে তাকে। আর সেটা হবে জমকালো, মেকআপও থাকবে ভারি। রাতের সাজে মেকআপ ও চুলে জমকালো ভাব থাকবে।

পাঠক জেনে খুশি হবে যে, নানা রকম রান্না করতে পারেন তিনি। তাঁদের পরিবারে ঈদের দিন মানেই বুবলির হাতের বিশেষ পদ। এবারও দুই থেকে তিন পদের খাবার রান্না করবেন। সেটা আবার খাবার টেবিলে অন্যদের পরিবেশনও করবেন নিজ হাতে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি