ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

‘ভয়ঙ্কর সুন্দর’ আসছে ছোট পর্দা ও ইউটিউবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১৩ জুন ২০১৮ | আপডেট: ১২:৫৮, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এবার ছোট পর্দা ইউটিউবে মুক্তি পাচ্ছে আশনা হাবিব ভাবনা পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমাটি। ঈদের দিন বেলা ২টায় আরটিভিতে এটি প্রচার হবে। ছোট পর্দায় মুক্তি উপলক্ষে সিনেমার নতুন একটি ট্রেইলার তৈরি করা হয়েছে।

টিভিতে প্রচারের পরপরই এটা জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমাটি ২০১৭ সালের ৪ আগস্ট সারা দেশে মুক্তি পায়। এরপর বিদেশের মাটিতেও এটি অনেকে দেখেছেন।

মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ঙ্কর সুন্দর’-এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি