ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

অবশেষে বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘সুপার হিরো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগেই ঘোষণা আসে ঈদে মুক্তি পাবে আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’। তবে আসন্ন ঈদে মুক্তির মিছিলে থাকা অন্য সিনেমাগুলো ছাড়পত্র পেলেও এটি সেন্সর বোর্ডেই জমা পড়ে রোববার। ফলে ছাড়পত্রের অপেক্ষায় ছিল সিনেমাটি। তবে শাকিব ভক্তদের জন্য সুখবর অবশেষে সেন্সর বোর্ডে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা  ‘সুপার হিরো’।
পরিচালক আশিক বলেন,  ‘সুপার হিরো’র আয়োজন ও বাজেট বড়। তাই টুকিটাকি অনেক বিষয় গুছিয়ে আনতে সময় লেগেছে। যার ফলে সেন্সর বোর্ডে জমা দিতেও দেরি হয়েছে।
হার্টবিট প্রোডাকশনের ব্যানারে ‘সুপার হিরো’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আরও রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ। অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’র শুটিং শুরু হয়ে শেষ হয় বাংলাদেশে।
উল্লেখ্য, ঈদের মুক্তির তালিকায় থাকা অন্য সিনেমাগুলো হলো- ‘পোড়ামন ২’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘কমলা রকেট’।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি