ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ১৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।
জানা গেছে, শনিবার সকালে পেটে ও বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন পরীমণি। মূলত গ্যাস্টিকের কারণে এই সমস্যার সৃষ্টি হয়। তারপরও সময় অপচয় না করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে যান তিনি। বর্তমানে অ্যাপোলের হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. তামজিদ হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন নায়িকা।
হাসপাতালে ভর্তি থাকলেও বর্তমানে সুস্থ রয়েছেন পরীমণি।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কিছু নেই। দুপুরের পর পরীর বাসায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।
এদিকে হাসপাতালে তোলা পরীমণির একটি ছবি পোস্ট করেছেন তারই কাছে মানুষ তামিম হাসান।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি