ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

হাসপাতাল থেকে বাসায় পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদের দিন হাসপাতালে কেটেছে চিত্রনায়িকা পরীমনির। শনিবার বাসায় অসুস্থতা বোধ করলে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে জানানো হয়, আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন পরীমনি।
পরীমনি অ্যাপোলো হাসপাতালে ডা. তামজিদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
অ্যাপোলো হাসপাতালের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ‘তেমন গুরুতর কিছু নয়। উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্নতা—এই আরকি। খাবার খাওয়া থেকেও হতে পারে কিংবা অন্য কিছু। হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। বাসায় থাকতে পারতেন। তারপরও তিনি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে চেয়েছেন। তাই তাকে ভর্তি করে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা থেকেছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ সকালেই তিনি বাসায় ফিরে গেছেন।’
বাসায় ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন। বেলা সাড়ে ১১টা নাগাদ দেওয়া এই পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি