ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের ঈদের শুভেচ্ছা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে ছেলের দুটি ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ছবির পোস্টে ছোট্ট আব্রামকে ঈদের পাঞ্জাবী আর মাথায় টুপি পরা অবস্থায় দেখা যায়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি এই পোস্ট দেন।    

পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা অপু এবং তার সন্তানকে শুভকামনা জানাতে থাকেন।

প্রসঙ্গত, অভিনয়শিল্পী শাকিব খান এবং অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। তবে ক্যারিয়ারের স্বার্থে বিষয়টি তারা গোপন রাখেন। এরই মধ্যে শাকিবের সাথে বুবলির সম্পর্ক বৃদ্ধি এবং একাধিক সিনেমায় তার সাথে অভিনয় সাক্ষর করায় অপু নিজেকে বঞ্চিত মনে করেন। পরে ২০১৭ সালে একটি বেসরকারি টিভিতে সন্তানসহ উপস্থিত হন অপু। এরপর অনেক নাটকীয়তার পর শাকিব অপুকে ডিভোর্স দেন।  

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি