ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

হলে ফিরছে দর্শক, ছোট পর্দায় জমজমাট কমেডি নাটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ১৮ জুন ২০১৮ | আপডেট: ১১:৩৮, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

খুশীর ঈদে বিনোদনের অন্যতম ও পুরোনো মাধ্যম চলচ্চিত্র। সিনেমা হলের সংখ্যা ক্রমশ কমে গেলেও যেগুলো চালু আছে, সেগুলোতেই উৎসব-আয়োজনে জমে ভীড়। বাংলা সিনেমায় দেখতে প্রেক্ষাগৃহে ফিরছে দর্শক, আর ছোট পর্দায় জমে উঠেছে কমেডি ধাঁচের নাটক।

চরম খরা কাটিয়ে দীর্ঘ একটা সময় পরে আবারও দর্শক ফিরছে সিনেমা হলে। সমসাময়িক গল্পের চিত্রনাট্য দিয়ে দেশী চলচ্চিত্র আলাদা সময়কে তুলে ধরছে রঙিন পর্দায়।

এবার ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে বক্স অফিসের শীর্ষ তালিকায় আছে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা পোড়ামন টু। দর্শক বাংলা চলচ্চিত্রে বিনোদনের পাশাপাশি চায় জীবনের নানা গল্প।

ঈদে গৃহকেন্দ্রীক বিনোদনে শতভাগ আয়োজন রেখেছে বেসরকারী টেলিভিশনগুলো। সাত দিনের ঈদ আয়োজনে রয়েছে ৪ শ’র বেশি নাটক।

কমেডি নাটকের চাহিদাই বেশি থাকে বিশেষ এই উৎসবে। সাত পর্বে কিংবা মিনি সিরিয়ালের বেশি ঝোঁক দর্শকদের।

ছোট পর্দায় নাটক ও বাংলা সিনেমার পাশাপাশি সব বয়সের দর্শকদের জন্য রকমারী বিচিত্রানুষ্ঠানেরও কমতি নেই।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি