ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

কেমন কাটলো বুবলির ঈদ ...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদটা এবার ভালোই কেটেছে ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা শবনম বুবলির। কারণ এবার ঈদে মুক্তি পাওয়া মোট পাঁচটি চলচ্চিত্রের মধ্যে দুটিতেই রয়েছেন তিনি। যদিও ঈদের দিন সকাল থেকেই বাসায় পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বুবলি, তবে চিন্তা এবং উত্তেজনায় কেটেছে তার ঈদ।’

আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ও উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে গত শনিবার। দুটো সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলি।

সিনেমা নিয়ে বুবলি বলেন, ‘আমার দুটো সিনেমা দেখেই দর্শক পছন্দ করবেন। ‘সুপার হিরো’ অ্যাকশন নির্ভর একটি সিনেমা। এখানে দেশ প্রেম দেখানো হয়েছে। ব্যয় বহুল এই সিনেমাটি দেখে সবার ভালো লাগবে। আমি এই সিনেমার জন্য ধন্যবাদ দিতে চাই এর প্রযোজক তাপসী ফারুককে। তিনি সিনেমাটি নিয়ে অনেক কষ্ট করেছেন। অনেক ঝামেলা শেষ করে সিনেমাটি মুক্তি দিয়েছেন। আর ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমাটি কমেডি গল্প নির্ভর। এটিও সবাই পছন্দ করবেন। দুটি সিনেমাতে দুই ধরনের আমেজ পাবেন দর্শক।’

দর্শকদের উদ্দেশে বুবলী বলেন, ‘আমি সব সময় যে কথাট বলি সেটাই বলব। প্লিজ আপনারা হলে গিয়ে সিনেমা দেখেন। শুধু আমার সিনেমা নয়, যে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে, আপনারা সবগুলো সিনেমাই দেখুন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি