ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

জগন্নাথ দর্শনে মিমির সঙ্গে কে ছিলেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বেড়াতে ভালোবাসেন তিনি। কিন্তু শুটিংয়ের চাপে অনেক সময়ই যাওয়া হয় না। তিনি অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার বেড়িয়ে পড়লেন তিনি।

মিমি আপাতত পুরীতে রয়েছেন। জগন্নাথ দর্শন করেছেন। লিঙ্গরাজ মন্দিরে গিয়েছিলেন। খেয়েছেন মহাভোগ। এসব কিছুই অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন টালিউড অভিনেত্রী। কিন্তু তার সঙ্গে কে গিয়েছেন জানেন?

আসলে মিমি মায়ের সঙ্গে জগন্নাথ দর্শনে গিয়েছেন। তিনি জগন্নাথের বড় ভক্ত। তাই নির্দিষ্ট কারণ ছাড়াই যে কোনও সময় তিনি পুরীতে যান। আশীর্বাদ নেন। ভিতর থেকে আলাদা শক্তি অনুভব করেন। এবার সঙ্গী হয়েছেন তার মা।

গত রোববার ফাদার্স ডে-তে বাবার সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। এবার মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন। সব মিলিয়ে তিনি যে সম্পূর্ণ ফ্যামিলি পার্সন- তার প্রমাণ বারংবার দিচ্ছেন অভিনেত্রী। 

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি