ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

শাকিব-বুবলিতে ম্লান বিশ্বকাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রায় এক দশক ধরে ঈদে শাকিবের দুই থেকে চারটি ছবি মুক্তি পেয়ে আসছে। এরই ধারাবাহিতকায়  এবার ঈদে  মুক্তি পেয়েছে তাঁর তিনটি ছবি। এবারের ঈদে দর্শকদের মন কাড়ছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান আর বুবলী জুটির ছবিগুলো। সেগুলো হচ্ছে- সুপার হিরো, চিটাগাংইয়া পোয়া, নোয়াখাইল্যা মাইয়া এবং পাঙ্কু জামাই। প্রদর্শক ও বুকিং এজেন্টদের মতে এই তিনটি ছবির মধ্যে ‘সুপার হিরো’এগিয়ে আছে।

তার সঙ্গে দর্শক মন কাড়লেন বুবলী। মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার নওশাদ বলেন, অসাধারণ একটি ছবি হয়েছে ‘সুপার হিরো’। তার প্রমাণ এই ঈদে বিশ্বকাপ ফুটবল খেলা চলা সত্ত্বেও ব্যাপকভাবে ছবিটি দেখতে সিনেমা হলে দর্শক সমাগম ঘটছে। প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও উপদেষ্টা মিয়া আলাউদ্দিনের মতে, ঈদে এ পর্যন্ত ‘সুপার হিরো’ ছবিটির প্রতি দর্শকের আগ্রহ বেশি। ঢাকার সাতটিসহ দেশের ৮০টি সিনেমা হলে ছবিটি ব্যাপক দর্শক সমাগম নিয়ে চলছে বলে জানান এই দুই কর্মকর্তা ও প্রদর্শক, বুকিং এজেন্টরা।

 টিআর/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি