ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

সব নাটকীয়তা শেষ, মমর ‘দহন’ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নানান নাটকীয়তার পর অবশেষে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ চলচ্চিত্রে মায়া চরিত্রে অভিনয় শুরু করেছেন অভিনেত্রী মম। মায়া চরিত্রে সর্বশেষ কে অভিনয় করতে যাচ্ছেন- এই নিয়ে চলছিল নানান নাটকীয়তা। মম’অভিনয়ের মধ্যদিয়ে অবশেষে সেই নাটকীয়তার অবসান হলো।

বুধবার দুপুর ১২টায় রাজধানীর জোনাকী সিনেমা হলের সামনে দৃশ্যধারণের মধ্যদিয়ে মম ‘দহন’ চলচ্চিত্রের শুটিং শুরু করেন। তবে, মায়া চরিত্রের বিষদ বর্ণনা দিতে এখনই রাজি নন নির্মাতা রায়হান রাফি।

সর্বশেষ মম’কে নিয়েই কাজ শুরু করা প্রসঙ্গে রায়হান রাফি বলেন, মায়া চরিত্রে অভিনয়ের জন্য মম আপুই পারফেক্ট। কারণ একই সঙ্গে গ্ল্যামারাস এবং অভিনয় জানা একজন অভিনেত্রীই আমাদের প্রয়োজন ছিল। পরে ভেবে দেখলাম যে এই চরিত্রের জন্য মম আপুই পারফেক্ট।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, ‘দহন’-এ কাজ করা নিয়ে আমি সত্যিই অনেক উচ্ছ্বসিত। আমার প্রতি রাফির অগাধ বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। যে নির্মাতা আমার অভিনয়ের উপর আস্থা রাখেন আমি তার কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করি। দহন’র কাজ যেন ভালোভাবে শেষ করতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।

আগামী ১৫ দিন মম টানা এ সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন। সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি