ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

বিয়েটা টাকার জন্য করিনি: বাঁধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আজমেরী বাঁধন। কিছুদিন আগে স্বামী সনেটের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যাওয়ার খবর সামনে আসে। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সনেটের দাবি ছিল বাঁধন তাকে বিয়ে করেছিলেন টাকার জন্য। সংসার করার জন্য নয়। যদিও বাঁধনের মত ভিন্ন।

সংসার ভাঙার পর এখন একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে থাকেন বাঁধন। সম্প্রতি তাকে নাকি একটি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সেটি হচ্ছে- নিজের চেয়ে বয়সে অনেক বড় একজনকে বিয়ে করেছিলেন কেন?

এর উত্তর দিয়েছেন বাঁধন। চ্যানেল আইয়ের `ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার` নামের এক অনুষ্ঠানে বাঁধনকে উপস্থাপক বিয়ের ব্যাপারে প্রশ্ন করলে তিনি সোজাসাপ্টা উত্তর দেন। বলেন, আমি টাকার জন্য বয়সী কাউকে বিয়ে করিনি। সংসার করার জন্য বিয়ে করেছিলাম। একটি ব্যাপার নিশ্চিত করতে চাই, এই বিয়েটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।

বাঁধন ২০১০ সালে বয়সে ২০ বছরের বড় মাশরুর সিদ্দিকী সনেটকে ভালোবেসে বিয়ে করেন। প্রায় চার বছর সংসার করেন তারা। এরপর ২০১৪ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের।

বাঁধন-সনেট দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর এখন মেয়েকে নিয়ে থাকেন বাঁধন। তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে গত বছরের আগস্ট মাসে। ওই মাসে মেয়েকে নিজের কাছে রাখতে স্বামী সনেটের বিরুদ্ধে থানায় মামলা করেন বাঁধন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি