ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ভালোবাসা থেকেই ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়েছি: আইরিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

হালের জনপ্রিয় নায়িকা আইরিন। সৌন্দর‌্য দিয়ে দর্শকদের মাত করার পর এবার মনে কেড়েছেন ব্রাজিল সমর্থকদের। সেটি কিভাবে?

ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে আলোচনায় এসেছেন আইরিন। এই জার্সি পরে তোলা আবেদনময়ী ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে আইরিন বলেন, আমি ব্রাজিলের অন্ধভক্ত। বিশ্বকাপতো আর হরহামেশা হয় না। তাই এবারের বিশ্বকাপ আসতেই তাই আমি আর আমার ফটোগ্রাফার আবু নাসের ভাই ব্রাজিলের সাপোর্টে ছবিগুলো তুলেছি। চট করে সিদ্ধান্ত নিয়ে এটা করা। ভালোবাসা থেকে ব্রাজিলের জার্সি পরেছি। কোনো কমার্শিয়াল কাজে নয়।

জানা গেছে, ব্রাজিলের ভক্ত চিত্রনায়িকা আইরিন। বিশ্বকাপ ফুটবল জ্বরে অন্যসব তারকার মতো তিনিও ভুগছেন ফুটবল জ্বরে। তার বিশ্বাস এবার বিশ্বকাপ যাবে ব্রাজিলের ঘরেই। তাই ব্রাজিলের জার্সি পরে দাঁড়িয়ে গেলেন জনপ্রিয় আলোকচিত্রীশিল্পী আবু নাসেরের ক্যামেরার সামনে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিগুলো প্রকাশ করতেই প্রশংসার বানে ভাসছেন এ নায়িকা।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। এ পর্যন্ত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’সহ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি