ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

সিঙ্গাপুরে পরীমনির ‘স্বপ্নজাল’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ৫ জুলাই ২০১৮ | আপডেট: ১৯:৪৬, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

এবার সিঙ্গাপুরে মুক্তি দেওয়া হচ্ছে পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। সিঙ্গাপুরের রাজধানী বিচ রোডস টাওয়ারের কার্নিভাল সিনেমায় ৭ জুলাই সিনেমাটি প্রদর্শিত হবে। এর পরের দিনও সন্ধ্যা ৬টায় সিনেমাটি দেখানো হবে।  

রাদুগা প্রোডাকশন ছবিটি প্রদর্শন করছে। সিনেমাটি পরিচালনা করেন মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ উপলক্ষে সেখানে যাচ্ছেন না ছবিটির নায়ক-নায়িকা কিংবা পরিচালক।

আগামী ৭ জুলাই শনিবার স্থানীয় সময় রাত ৮টায় ১০০ বিচ রোডশ টাওয়ারের কার্নিভাল সিনেমায় প্রদর্শিত হবে ছবিটি। পরে আরও দুটি শো হবে। দেখানো হবে ৮ জুলাই রবিবার সন্ধ্যা ৬টায় ও ১৫ জুলাই রোববার সন্ধ্যা ৬টায়।

ছবিটি চলতি বছরের ৬ এপ্রিল বাংলাদেশে মুক্তি পায়। এরপর কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা ও কলকাতায় এটি গিয়েছে। এবার সিঙ্গাপুরের পর্দায় উঠছে ছবিটি।

‘স্বপ্নজাল’-এ আরও অভিনয় করেছেন রোহান, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু প্রমুখ।

এসি     

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি