ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

হঠাৎ অসুস্থ শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

৪ জুলাই দুপুর থেকে এফডিসিতে শুটিং করছিলেন শাকিব খান। ওয়াজেদ আলী সুমনের সিনেমা ‘ক্যাপ্টেন খান’-এর অ্যাকশন দৃশ্য ধারণ করা হচ্ছিল। বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ‘হিরো দ্য সুপারস্টার’ তারকা। দ্রুত তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় ধরা পড়ে অতিরিক্ত এসিডিটি। মার্চেও একবার একই কারণে তাকে হাসপাতালে যেতে হয়েছিল। পরদিন এফডিসিতে সিনেমাটির টাইটেল গানের শুটিং করার কথা ছিল। অসুস্থতার কারণে পারেননি।

সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘কোরবানির ঈদে বড় বাজেটের সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন প্রযোজক। একদিকে বৃষ্টি অন্যদিকে হিরোর অসুস্থতা আমাকে পরিকল্পনামতো কাজ করতে দিচ্ছে না। তবু আশা করছি, সব ঝামেলা কাটিয়ে নির্ধারিত সময়েই সিনেমাটি দর্শকদের উপহার দিতে পারব।’ ‘ক্যাপ্টেন খান’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। সিনেমাতে শাকিব খানের বিপরীতে আছেন বুবলি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি