ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

নতুন নায়কের খোঁজে শাকিব  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ৯ জুলাই ২০১৮ | আপডেট: ২২:৫৭, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউড চলচ্চিত্রে চলছে নায়ক সংকট। চলচ্চিত্রে অসংখ্যা নায়ক কাজ করলেও ভরসা করার মতো নায়কের সংখ্যা খুবই কম। অনেকে আসে আবার চলে যায়। এতে ইন্ডাস্ট্রি খুব বেশি লাভবান হয় না। তাই এবার নতুন নায়কের সন্ধানে নেমেছেন চিত্রনায়ক শাকিব খান। তার নতুন ছবিতে দুইজন নবাগতকে তিনি সুযোগ দিচ্ছেন।

এর আগে শাকিব খান ‘বসগিরি’ ছবির মাধ্যমে চিত্রনায়িকা বুবলীকে নায়িকা হিসেবে উপহার দেন। এরপর তারা জুটি বেঁধে ‘অহংকার’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিগুলো করলে দর্শক ভালোভাবে গ্রহণ করে। এবার নায়িকা নয় শাকিব উপহার দিতে চাচ্ছেন নায়ক।   

শাকিব বলেন, ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে আগামী সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে। তার আগে গ্রুমিংয়ের মাধ্যমে দুজনকে তৈরি করে নেব। আগ্রহীরা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ায় অথবা শাহীন সুমনের সঙ্গে যোগাযোগ করলেই হবে।

শাহীন সুমনের রোমান্টিক থ্রিলার ছবিতে শাকিবের পাশাপাশি সুযোগ পাবেন তাঁরা। ছবিটির ৯০ শতাংশ শুটিং হবে ব্যাংককে।

শাকিবের মতে, প্রাথমিকভাবে তাদের ছবি ও বায়োগ্রাফি দেখে আমরা বাছাই করব। তারপর ক্যামেরা লুক ও স্ক্রিন টেস্ট হবে। আশা করছি, যাদের পছন্দ করব তারা লম্বা রেসের ঘোড়া হবে। জয় করবে দর্শক মন।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি