ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

পূজার ‘প্রেম আমার ২’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১১ জুলাই ২০১৮ | আপডেট: ০৯:৪২, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমার কাজ প্রায় শেষ। এবার আরেকটি সিনেমা ‘প্রেম আমার ২’-এর কাজ ১০ সেপ্টেম্বর থেকে শুরু করতে যাচ্ছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। নতুন এই সিনেমাটি নির্মাণ করছেন রাজ চক্রবর্ত্তী ও বিদুলা ভট্টাচার্য্য। এর আগে শিলিগুড়ি এবং কলকাতায় এর অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ হবে ঢাকা ও তার আশপাশের এলাকায়।
পূজা বলেন, ‘বেশ কয়েক দিন ‘দহন’ সিনেমার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। কিছুটা বিরতি নিয়ে আবারও শুরু করতে যাচ্ছি ‘প্রেম আমার ২’ সিনেমাটি। এর গল্পটাও চমৎকার। সিনেমাতে আমার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আদৃত। আশা করছি, আমাদের রসায়নটা জমবে বেশ।’
এদিকে পূজা ‘পোড়ামন-২’র সফলতার আনন্দে ভাসছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি