ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

‘রাজনীতি নয়, মানুষের সেবা করতে চেয়েছি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী একজনই। তিনি চিত্রনায়িকা মৌসুমী। চলচ্চিত্র ক্যারিয়ারের রজতজয়ন্তী পার করেছেন এই তারকা। এখনও দাপটের সঙ্গে করে যাচ্ছেন অভিনয়। হাতে রয়েছে কয়েকটি চলচ্চিত্র নাটক। যেগুলোর শুটিং নিয়ে ব্যস্তত তিনি।

চলচ্চিত্রে ব্যস্ততা নিয়ে মৌসুমী বলেন, ‘এ মহূর্তে কোনো শুটিং করছি না। তবে কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছি। এর মধ্যে রয়েছে রাশেদ রাহার ‘নোলক’, ইস্পাহানি আরিফ জাহানের ‘নায়ক,’ হাবিব ভাইয়ের ‘রাত্রির যাত্রী’। আরও কয়েকটি সিনেমাতে অভিনয় করেছি। সেগুলো মুক্তির জন্য প্রস্তুত।’

ঢাকাই চলচ্চিত্রে নিজেদের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আমাদের এখানে একটা নির্দিষ্ট বয়সের পর শিল্পীদের কাজের গুরুত্ব তেমনভাবে দেখা হয় না। অথচ প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, বয়স তাদের কাছে মুখ্য নয়; চরিত্র নিয়ে খেলা করেন তারা। যেটা আমাদের এখানে নেই। এখানে কেবল হিরো আর হিরোইনকে ঘিরেই গল্প এগোয়। অথচ সিনিয়র শিল্পীদের দর্শকদের কাছে চাহিদা যে পরিমাণ থাকে, তাতে তাদের নিয়ে ভেবে একটু গবেষণা করে চরিত্র দাঁড় করালেই ভালো কিছু দেয়া সম্ভব।’

মাঝে শোনা গিয়েছিল মৌসুমী আসবেন রাজনীতিতে। বিষয়টি নিয়ে নায়িকা নিজের মুখে বলেন, ‘অভিনয়ে আসার পর মানুষের ভালোবাসায় মুগ্ধ আমি। মানুষ আমাকে এত ভালোবাসেন তার কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব নয়। এ মানুষদের জন্য কিছু করার ইচ্ছা অনেক দিন থেকে। বিভিন্ন সময়ে নিজ উদ্যোগে তাদের জন্য কাজ করি। আন্তর্জাতিক বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে থাকি। রাজনীতি নয়, আমি মানুষের সেবা করতে চেয়েছি। সেটি যদি রাজনীতি বা নির্বাচন করে জয়ী হওয়ার মাধ্যমে হয়, তাতে আপত্তি নেই। তবে এখনই এটা নিয়ে তেমন করে কিছু ভাবছি না।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি