ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘সুলতান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কথা ছিল জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মিম ও জিৎ অভিনীত কলকাতার সিনেমা ‘সুলতান : দ্য সেভিয়র’কিন্তু সেটি আর হলো না। আগামী ২০ জুলাই সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। এমনটি জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

তথ্য মন্ত্রণালয় লিখিত অনুমতির পর সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

প্রতিষ্ঠানটি জানায়, গত সপ্তাহে এ বিষয়ে তারা প্রয়োজনীয় অনুমতি পেয়েছে। তাই এটির মুক্তি নিয়ে আর কোনও সমস্যা নেই।

‘সুলতান’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জিৎ, প্রিয়াঙ্কা সরকার ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। প্রথমে যৌথ প্রযোজনার কথা থাকলেও এটি এককভাবে নির্মিত হয়।

‘সুলতান: দ্য সেভিয়র’ পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। সিনেমাতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমান প্রমুখ।

এর প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মস ওয়ার্কস ও সুরিন্দরস ফিল্মস। তাদের সঙ্গে রয়েছে জাজ মাল্টিমিডিয়াও।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি