ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

জাজের সঙ্গে অমিতাভের নতুন ছবি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ১৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:৩২, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নতুন ছবি নির্মাণে চুক্তিবদ্ধ হলেন অমিতাভ রেজা। ব্যবসাসফল চলচ্চিত্র ‘আয়নাবাজি’ মুক্তির দুই বছর পর নতুন ছবি নিয়ে আসছেন অমিতাভ। ছবিটির নাম ‘পুনরুজ্জীবন’।  

ইতিমধ্যে ছবিটি নির্মাণের জন্য তিনি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন অমিতাভ রেজা। প্রথমে ‘রিকসাগার্ল’ নামে একটি ছবির কথা শোনা গিয়েছিল।

পরবর্তীতে শোনা গেছে, অন্য একটি ছবির জন্য দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের শিডিউলের জন্য ঘুরছেন।

যদিও এসব খবরের ব্যাপারে মুখ খোলেননি এ নির্মাতা। অবশেষে জানা গেল তার নতুন ছবির খবর। ছবির পাত্র-পাত্রী এখনও চূড়ান্ত করা হয়নি। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি