ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

সুসংবাদ শুনালেন বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ১৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সিনেমায় একের পর এক অভিনয় করে দর্শকদের মন জয় করে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।পরিবারের সাথেও রয়েছে তার সম্পর্ক চমৎকার। পরিবারের যে কোনো সুসংবাদ ভক্তদের জানাতেও তিনি ভুল করেননা।  

তাইতো তার ছোট ভাইয়ের ‘এ’ প্লাস পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

বুবলির ছোট ভাই রাজধানীর উত্তরা মডেল কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ‘এ’ প্লাস পেয়েছেন।   

বুবলী জানান, ছোট ভাইয়ের জন্য বেশ গর্ব অনুভব করছেন। অবশ্য বুবলী নিজেও একজন মেধাবী ছাত্রী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছেন।

তিনি তার স্ট্যাটাসে ছোট ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।   

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি